Site icon Jamuna Television

রাজনৈতিক দলে যুক্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকের এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল নিয়ে আনুষ্ঠানিক চূড়ান্ত সিদ্ধান্তের আগেই অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়ানো উচিত হচ্ছে না। এ সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, সম্মেলনে জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। অভ্যুত্থানের তথ্য সংগ্রহের উদ্যোগের ব্যাপারে তাদেরকে জানানো হয়েছে। তারা মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করবে।

তথ্য উপদেষ্টা বলেছেন, পাহাড়ি এলাকায় বারবার অগ্নিসংযোগের কারণে নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে। এটা উদ্দেশ্যমূলক। এছাড়া, প্রেস ক্লাবগুলোর গ্রুপিং বন্ধে উদ্যোগ নেয়ার কথা জানান নাহিদ ইসলাম।

/এসআইএন

Exit mobile version