Site icon Jamuna Television

প্রথমবারের মতো জাপান সফরে তালেবান

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর প্রতিবেশী দেশ বা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ রেখেছে তালেবান। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধিদল জাপান সফরে গিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মানবিক সহায়তা এবং সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে জাপানি কর্মকর্তাদের সঙ্গে বিশদ আলোচনার কথা রয়েছে।

স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল জাপানে পৌঁছেছে। তারা আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন আলোচনা ও বৈঠকে অংশ নেবে।

এই সফরকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নিজেদের চেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন তালেবান সরকারের অর্থ উপমন্ত্রী লতিফ নাজারি।

/এআই

Exit mobile version