Site icon Jamuna Television

ট্রাম্পের শুল্ক নীতি: মেক্সিকোর বাইরে সরানো হচ্ছে নিসান গাড়ির উৎপাদন

২০২৪ সালে মেক্সিকোতে নিসান আনুমানিক ৬ লাখ ৭০ হাজার গাড়ি উৎপাদন করেছে। এরমধ্যে ৩ লাখ ২০ হাজার গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করেছে কোম্পানিটি। এই অর্থবছরে, জেনারেল মোটরসের পরে দেশটির দ্বিতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক হিসেবে স্থান পেয়েছে নিসান।

তবে এতো সাফল্যর পরেও ট্রাম্পের শুল্ক নীতির কারণে মেক্সিকোর বাইরে নিসান গাড়ির উৎপাদন সরিয়ে নিতে হতে পারে বলে জানিয়েছেন নিসানের সিইও মাকোতো উচিদা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উচিদা বলেন, এই অর্থবছরে আমরা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি রপ্তানি করছি। যদি উচ্চ হারে শুল্ক আরোপ করা হয় তবে আমাদের এই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। সম্ভবত আমরা এই মডেলগুলোর উৎপাদন অন্য কোথাও সরিয়ে নেয়ার কথা ভাবতে পারি।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সাথে আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের মেক্সিকোর উপর ২৫% শুল্ক অন্তত মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। ট্রাম্প যুক্তি দিয়েছেন যে, দক্ষিণ সীমান্তে শুল্ক আরোপের মূল উদ্দেশ্য সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা।

শুল্ক আরোপ গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত সরবরাহ ব্যাহত করতে পারে যার ওপর নিসান নির্ভর করে। এছাড়াও এমন সিদ্ধান্ত মেক্সিকোর অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

/এআই

Exit mobile version