Site icon Jamuna Television

চার জিম্মির মৃতদেহ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী গাজা থেকে জিম্মিদের মৃতদেহ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। চলতি সপ্তাহের বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) হামাসের কাছ থেকে চার জিম্মির মৃতদেহ গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে দেশটি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) ছয়জন জীবিত জিম্মিকে ফিরিয়ে আনতে কাজ করছে তেল আবিব। যদি এই হস্তান্তর প্রক্রিয়া সফল হয় তাহলে গত মাস থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির চুক্তির প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত ৩৩ জনের মধ্যে চারজন অবশিষ্ট থাকবে। ধারণা করা হচ্ছে এই চারজনই মৃত।

আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে মৃত জিম্মিদের নাম ইসরাইলকে দেবে হামাস। এরপর আইডিএফের অ্যাম্বুলেন্সে করে লাশগুলো আবু কাবির ফরেনসিক ইন্সটিটিউটে পাঠানো হবে। সেখানে লাশগুলো পরীক্ষা করার পর পরিবারকে অবহিত করা হবে।

/এআই

Exit mobile version