Site icon Jamuna Television

বিমানবাহিনীর ভুল আক্রমণে ৬ বেসামরিক নাগরিক নিহত নাইজেরিয়ায়

উত্তর নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে জঙ্গিদের তাড়া করার সময় একটি সেনা বিমান ভুল করে হামলা চালিয়ে কমপক্ষে ছয়জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ডিফেন্স পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলের বাসিন্দারা জানান, স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সাফানা জেলার জাক্কা গ্রামের উপকণ্ঠে কয়েকটি কুঁড়েঘরে বোমা ফেলা হয়।

গ্রামে পুলিশের একটি ঘাঁটিতে ডাকাতরা হামলা চালিয়ে দুই পুলিশ সদস্য ও তাদের সহায়তাকারী একজন পাহারাদারকে হত্যা করার পর এই হামলা চালানো হয় বলে জানান তারা।

জাক্কার বাসিন্দা মুন্তারি সাদা জানান, ডাকাতরা সরে যাওয়ার পর গ্রামের বাইরে একটি কুঁড়েঘরে আঘাত হানার আগে বিমানটি গ্রাম প্রদক্ষিণ করে।

তিনি জানান, বিমান হামলায় পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন এবং তাদের দেহের বিভিন্ন অংশ ব্যাগে করে দাফনের জন্য সংগ্রহ করতে হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিহতের সংখ্যা ১০ জন বলে জানিয়েছে এবং এক বিবৃতিতে নিরপেক্ষ, স্বচ্ছ এবং তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানিয়েছে। তবে এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি দেশটির সেনাবাহিনী।

/এআই

Exit mobile version