Site icon Jamuna Television

চ্যাম্পিয়নস ট্রফির আগের দিন ফার্গুসনকে হারালো নিউজিল্যান্ড, ডাক পেলেন জেমিসন

ফাইল ছবি

অপেক্ষার পালা ফুরোচ্ছে। আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সেই ম্যাচের এক দিন আগে দুঃসংবাদ পেল কিউইরা। ডান পায়ের চোটে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে পড়েছেন দলটির পেসার লকি ফার্গুসন। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে আরেক পেসার কাইল জেমিসনকে।

নিউজিল্যান্ডের হয়ে ৬৫টি ওয়ানডে খেলেছেন ফার্গুসন। ৯৯টি উইকেট রয়েছে তার ঝুলিতে। সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। তিন সংস্করণ মিলিয়ে ৩০ বছর বয়সী জেমিসন দেশের জার্সিতে খেলেছেন গত বছরের জানুয়ারি।

দলে ডাক পেয়েছেন পেসার কাইল জেমিসন

এর আগে, চোটের কারণে চলতি সপ্তাহেই আরেক পেসার বেন সিয়ার্সকে হারায় কিউইরা। তার জায়গায় দলে নেয়া হয়েছে জ্যাকব ডাফিকে। এবার চোটে পড়লেন অভিজ্ঞ ফার্গুসন। তাকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে কিউইরা।

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি টুর্নামেন্ট চলার সময় চোট পেয়েছিলেন ফার্গুসন। ফলে পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ মিস করেন তিনি। এবার দলের বিপদ বাড়িয়ে আসর থেকেই ছিটকে গেলেন এই পেসার।

/এনকে

Exit mobile version