Site icon Jamuna Television

আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্রিপটো প্রতারণার অভিযোগ

ক্রিপটোকারেন্সির প্রচার ও প্রতারণার অভিযোগে আইনি মামলার মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলোই। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিব্রা নামে একটি একটি ক্রিপটো মুদ্রার প্রচারণা করেন মিলোই।

ছোট ব্যবসা ও স্টার্টআপগুলোর জন্য ক্রিপটোকারেন্সি সহায়ক বলে উল্লেখ করেন মিলোই এবং বিনিয়োগের জন্য একটি লিংক শেয়ার করেন। এর ফলে কয়েনটির মূল্য দ্রুত বৃদ্ধি পায়।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন। এর পরপরই মুদ্রাটির মূল্য ব্যাপকভাবে কমে যায় এবং বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন।

এরপর দেশটির বিরোধী দলের কয়েকজন সাংসদ মিলোইয়ের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন। সেই সাথে, আর্জেন্টিনার ফৌজদারি আদালতে মিলোইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলাও দায়ের করা হয়েছে।

/এআই

Exit mobile version