Site icon Jamuna Television

প্রত্যয়নপত্র তুলতে গিয়ে ইডেন ছাত্রলীগ নেত্রী আটক

ছবি: সংগৃহিত

প্রত্যয়নপত্র তুলতে গেলে ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করে শিক্ষার্থীরা। এ ঘটনার পর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে উদ্ধার করে লালবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

জানা যায়, ছাত্রলীগ নেত্রী বৈশাখী মার্কেটিং বিভাগে অনার্সের প্রত্যয়নপত্র আনতে গেলে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল। প্রিন্সিপাল প্রথমে ছেড়ে দিতে বললেও সাধারণ শিক্ষার্থীরা পরে তা হতে দেয়নি। পরে তাকে লালবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ছাত্রলীগ নেত্রী বৈশাখী নানাভাবে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এছাড়াও প্রশাসন থেকে এই নেত্রীকে সেফ এক্সিট দেয়ার অভিযোগও তুলেছে তারা।

/এসআইএন

Exit mobile version