Site icon Jamuna Television

যুদ্ধ বন্ধে সৌদিতে আলোচনার টেবিলে রাশিয়া–যুক্তরাষ্ট্র

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই আলোচনায় অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর প্রথম উচ্চপর্যায়ের কোনো বৈঠকে এটি। 

রাশিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া আগামী কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক আলোচনায় অগ্রগতির আশা করছে। মস্কোতে আশা জেগেছে যে, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন আক্রমণের কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে পারেন।

এদিকে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের মানে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু নয়। বরং যুক্তরাষ্ট্র দেখতে চায় যুদ্ধের ইতি টানার বিষয়ে রাশিয়া কতটা আন্তরিক।

/এআই

Exit mobile version