Site icon Jamuna Television

অভিন্ন নদীর পানি কারও করুণার বিষয় নয়, আমাদের প্রাপ্য: তারেক রহমান

ফাইল ছবি।

ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এসব নদীর পানির ন্যায্য হিস্যা কারও করুণার বিষয় নয়, দেশের মানুষের প্রাপ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের এক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, পানি বণ্টন নিয়ে ভারত অপ্রতিবেশীসুলভ আচরণ করছে। ফারাক্কার পর তিস্তা আরেকটি অভিশাপ হয়ে দেখা দিয়েছে। উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনও বিকল্প নেই। রাষ্ট্রক্ষমতায় গেলে এ বিষয়ে সবধরণের উদ্যোগ নেবে বিএনপি।

তিনি আরও বলেন, ভারত শুধু পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে, এই দেশের জনগণকে মনে রাখেনি। শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা দখল করতে গিয়ে নিজেকে ভারতের সেবাদাসী করে রেখেছিলো। দেশটির সঙ্গে হওয়া সকল একতরফা চুক্তি পুনর্মূল্যায়ন করা দরকার।এ সময় জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টাদের ভিন্ন ভিন্ন বক্তব্য আওয়ামী লীগকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version