Site icon Jamuna Television

ও গেরিলা ও বসন্ত: যে বই দেখায় নতুন সূর্যোদয়

চলছে অমর একুশে বইমেলা। বাঙালির এই প্রাণের মেলায় পাঠক ও লেখককে একসূত্রে গাঁথতে যমুনা টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে থাকছে বই নিয়ে বিশেষ আয়োজন। সেই ধারাবাহিকতায় থাকছে বইমেলায় প্রকাশিত নতুন-পুরোনো বইয়ের রিভিউ বা পাঠকের প্রতিক্রিয়া।

আজ থাকছে ২০২৫ বইমেলায় প্রকাশিত লেখক মিলন মাহমুদের বই ‘ও গেরিলা ও বসন্ত’ নিয়ে আলোচনা। লিখেছেন সুবাইতা প্রিয়তি

মিলন মাহমুদের পঞ্চম কাব্যগ্রন্থ ‘ও গেরিলা ও বসন্ত’, প্রকাশিত হয়েছে বাউণ্ডুলে থেকে। প্রচ্ছদ দেখেই জুলাই গণঅভ্যুত্থানের নিরতীত স্মৃতিকে হৃদয়ে আরেকবার চাঙ্গা করে নিলাম। এবার যাত্রা শুরু করার পালা।

বইটা খুললেই দেখা যাবে, প্রাণবন্ত হয়ে আছে দ্রোহের মিছিল। কবিতার দিকে হাঁটতে গিয়ে মিলন মাহমুদ ইতিহাসের শরণ নেন। এই যাত্রায় জুলাইয়ের বিপ্লবীদের আমরা সহজে চিনে নিতে পারি। সমঝদার পাঠক চোখ সরু করে গভীরভাবে তাকালে ধীরে ধীরে ফুটে উঠবে আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তির কথা বলছি’।

ইতিহাসের পুনরাবৃত্তি দেখে চমকে ওঠার ধাক্কাটা সামলে নেয়ার আগেই হাজির সফেদ নির্মলেন্দু গুণ; ‘২৪-এ যার প্রতিবাদী স্লোগান– ‘সময়ের বিরুদ্ধে সময়’। ফিরে আবার সামনে চলে এলে আমরা দেখবো মীর মুগ্ধ; তার ‘পানি লাগবে, পানি’ শুনতে না শুনতেই কবি হেঁচকা টান দিয়ে নিয়ে যান খিজিরের পানে। একটু কি আখতারুজ্জামান ইলিয়াসের হাড্ডি খিজিরের মতো লাগলো না? অপ্রাসঙ্গিক নয় মোটেই।

উন্মুখ হয়ে শতাব্দী চেয়ে আছে চে’র ডায়েরিতে, পাহাড়ের সংগ্রাম হামাগুড়ি দিয়ে শহরে নেমে এসেছে। শক্তিশালী হয়েছে পথে, বাতাস ভারী হয়েছে বুলেট, ক্রোধ আর রক্তের গন্ধে।

ও গেরিলা ও বসন্ত’ বইয়ের প্রচ্ছদ

বইটিতে ‘গেরিলা পর্ব’ ও ‘বসন্ত পর্ব’ নামে দুটো পৃথক অংশ আছে। যেভাবে সব সংগ্রামের পরবর্তী স্থিতাবস্থা কায়মনোবাক্যে প্রার্থিত হয়।

মঞ্চের মানুষ মিলন মাহমুদ, স্বাতন্ত্র্য তার লেখার অন্যতম গুণ। যতবার প্রাচীনের ছাঁচে ফেলে বর্তমানকে দেখতে চেয়েছেন, পঙক্তিরা অনন্য হয়ে উঠেছে। নিজস্ব দর্শনের দৃঢ়তা তার কেবলা নিয়ে গেছে মানুষের দিকে।

বিপ্লবের মধ্য দিয়ে নতুন সূর্যোদয়ের দিকে তাকিয়ে আছেন গেরিলা ও বসন্তের জয়কার করা এই কবি। ওজনদার কবিতাগুলো পড়তে পড়তে পাঠককে একাধিকবার নিষ্পলক ও ভাবিত করার সম্ভাবনা রাখে বইটি।

/এএম

Exit mobile version