Site icon Jamuna Television

কোনো অর্জনের জন্য বিএনপি জনগণের কাছে ভোট চাইতে পারবে না: কাদের

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারো প্রয়োজন। কোনো অর্জনের জন্য বিএনপি জনগণের কাছে ভোট চাইতে পারবে না। প্রতীক বরাদ্দের পর নোয়াখালী পাঁচ আসনে নির্বাচনী প্রচারণায় এমনই মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

আজ দলীয় প্রতীক পাওয়ার পর নোয়াখালির বসুরহাটে বাবা মায়ের কবর জিয়ারতে করে আনুষ্ঠানিক প্রচারণায় নামেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে শুরু করেন প্রচারণা। রাস্তার দুই পাশে হেভিওয়েট প্রার্থীকে দেখতে ভিড় জমান হাজারো মানুষ। শুভেচ্ছা বিনিময় করেন তিন বারের নির্বাচত সংসদ সদস্যের সাথে।

বিকালে বসুরহাটের মুজিব কলেজ মাঠে পৌঁছান ওবায়দুল কাদের। অংশ নেন পথ সভায়। কাদের বলেন, সবকিছুতে ব্যর্থ বিএনপিকে এবার আর মানুষ ভোট দেবে না।

সন্ধ্যায় ওবায়দুল কাদের প্রচরানা চালান কবিরহাট উপজেলায়। সেখানেও রাস্তায় ছিলো হাজারো মানুষ। পথ সভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতা মওদুদ আহমদ নোয়াখালীবাসীকে কিছুই দিতে পারেনি।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দিতে নারী ও তরুন ভোটারদের প্রতি আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version