Site icon Jamuna Television

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বায়ার্ন, আসর থেকে বিদায় নিলো এসি মিলান

নকআউট পর্বের প্লে অফের ফিরতি লেগে ফেইনুর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইতালিয়ান জায়ান্টদের। অপর ম্যাচে সেল্টিককে বিদায় করে শেষ ষোলোয় নিজেদের জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

প্রথম লেগে সেল্টিকের মাঠে ২-১ গোলের জয় পেয়েছিলো বাভারিয়ানরা। এবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রন ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের। তবে একের পর এক আক্রমণ করেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না ক্লাবটি।

গোলশুন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬৩ মিনিটে সেল্টিকের হয়ে ডেডলক ভাঙেন নিকোলাস কুন। দুই লেগ মিলিয়ে স্কোরলাইনে আসে সমতা। এরপর ম্যাচ যখন অতিরিক্ত ৩০ মিনিটের অপেক্ষায় তখনই বায়ার্নকে শেষ ষোলোর টিকিট এনে দেন আলফোনসো ডেভিস। ইনজুরি টাইমে তার করা গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ করলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে নকআউট পর্বে পা রাখে জার্মান ক্লাবটি।

/এআই

Exit mobile version