Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ৭৯ বছরের বৃদ্ধ নিহত

যুক্তরাষ্ট্রের কুইন্সে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের স্টেশন হাউসের বাইরে পুলিশ অফিসাদের গুলিতে একজন প্রবীণ ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বেসাইডের ১১১তম প্রিসিঙ্কট সদর দফতরের সামনে এই ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের চিফ অফ প্যাট্রোল ফিলিপ রিভেরা জানান, ৭৯ বছর বয়সী ওই ব্যক্তি তার গাড়ি থেকে নেমে ১১১তম প্রিসিঙ্কট সদর দফতরের দিকে এগিয়ে যান এবং অফিসারদের সঙ্গে কথা বলা শুরু করেন। কথোপকথনের সময়  তিনি বিল্ডিংয়ের ঠিক বাইরে পুলিশের দিকে একটি আগ্নেয়াস্ত্র তাক করেন।

তিনি আরও বলেন, অফিসাররা তাকে অস্ত্র ফেলে দেয়ার নির্দেশ দিয়েছিলো। কিন্তু তিনি তা শোনেননি। উল্টো পুলিশের দিকে বন্দুক তাক করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে চারজন অফিসার গুলি চালান।

/এআই

Exit mobile version