Site icon Jamuna Television

উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। বুধবার (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের করাচিতে এ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

ওয়ানডেতে দুই দলের এর আগের ১১৮ সাক্ষাতে পাকিস্তানের ৬১ জয়ের বিপরীতে ৫৩ ম্যাচ জিতেছে ব্ল্যাকক্যাপসরা। নিউজিল্যান্ডের জয় আছে সবশেষ দুই ম্যাচেও। তবে পাকিস্তানের গায়ে আনপ্রেডিক্টটেবল তকমা থাকায় যে কোনো কিছুই ঘটতে পারে।

পাকিস্তান একাদশ  

ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ 

উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, নাথান স্মিথ ও উইলিয়াম ও’রর্কে।

/এমএইচ

Exit mobile version