Site icon Jamuna Television

বেরোবিতে শহীদ আবু সাঈদ বইমেলা উদ্বোধন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো আয়োজিত ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বইমেলার উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ৫ দিনের এই বইমেলা ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা আড়াইটা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে মেলা। মেলায় ৪০টি স্টল অংশগ্রহণ করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী এই বইমেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ উপলক্ষ্যে মেলা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

বইমেলার উদ্বোধন শেষে বেরোবির উপাচার্য আবু সাঈদের বাবা মকবুল হোসেন, ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম ও মাতা জাহানারা বেগমকে সঙ্গে নিয়ে ২টি আবাসিক হলের নতুন নামকরণ উদ্বোধন করেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ সিন্ডিকেটের সভার সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল এবং শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের পরিবর্তে শহীদ ফেলানী হলের নতুন নামকরণ করা হয়।

/এএম

Exit mobile version