Site icon Jamuna Television

স্ত্রীসহ সাবেক মন্ত্রী রেজাউল করিমের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে ৮ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়াও নিজ নামের একাধিক ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন করেছেন।

এদিকে রেজাউল করিমের স্ত্রী ফিরোজা পারভীনের নামে দায়ের করা মাওলার এজাহারে বলা হয়, তিনি ৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৩৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

/আরএইচ

Exit mobile version