Site icon Jamuna Television

হেনার খোঁজে বাপ্পা, নাঈম বললেন, ‘তুই দেরি করে ফেলেছিস’

১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি সংলাপ ‘চাচা, হেনা কোথায়?’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই সংলাপের সঙ্গে মিলিয়ে অনেক নেটিজেন করছেন হাস্যরস। চলচ্চিত্র হেনা চরিত্রে অভিনয় অভিনয় করেছেন শাবনাজ। বকুল চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ।

‘অবশেষে হেনার খোঁজ মিলল’ শিরোনামে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন তারকা দম্পতি নাঈম ও শাবনাজ। ভিডিওতে দেখা গেছে, একটি গাড়িতে চেপে এসে বাপ্পারাজ নাঈমকে জিজ্ঞাসা করেছেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ তখন নাঈম বাপ্পারাজকে বলেন, ‘বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস। আমার সাথে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে।’ এরপর ‘না’ বলে চিৎকার দিয়ে নাঈমকে জড়িয়ে ধরে বাপ্পারাজ বলতে থাকেন, ‘আমি বিশ্বাস করি না।’

এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি পরিবেশন করেন কয়েকজন। সামনে দিয়ে হেনাকে (শাবনাজ) হেঁটে যেতে দেখা যায়।

২৯ বছর আগে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ ছবির পরিচালক ইফতেখার জাহান। আর ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

/এটিএম

Exit mobile version