Site icon Jamuna Television

কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

কুমিল্লায় পৃথক স্থানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ প্রতীক বরাদ্দের পর এসব ঘটনা ঘটে। এসব সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।

কুমিল্লা সদর আসনে বিএনপি দলীয় প্রার্থীর সমর্থনে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর মুরাদপুর এলাকা অতিক্রমের সময় আওয়ামী লীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জাবেদ (১৬) নামে একজনকে কুপিয়ে আহত করা হয়। এসময় আহত হয়েছেন আরো ৪জন। ৫টি দোকান ভাঙচুর করা হয়। এদিকে পৃথক আরেকটি ঘটনায় সায়মন সানি ও মোখলেছুর রহমান নামে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চকবাজারের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন জানান, দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বলে শুনেছি, এর বেশি কিছু জানা নেই।

Exit mobile version