Site icon Jamuna Television

হুমায়ুন ফরিদীর জীবন নিয়ে বই ‘মহাপ্রলয়ের নটরাজ’

হুমায়ুন ফরিদী পরিচিত শক্তিমান অভিনেতা হিসেবে। অনেকেই তাকে বাংলাদেশের সর্বকালের সেরা অভিনেতা মনে করেন। তিনি নিজের চরিত্রকে এতো যথার্থরুপে ফুটিয়ে তুলতেন যে, দর্শকরাও বিমোহিত হতো সেই অভিনয়ের মায়াজালে। মঞ্চ, টিভি নাটক, সিনেমা; দাপিয়ে বেড়িয়েছেন অভিনয় জগতের প্রায় সব আঙিনায়।

এই গুণী অভিনেতাকে নিয়ে বই প্রকাশ করেছে ‘ছাপাখানার ভূত’। ‘মহাপ্রলয়ের নটরাজ’ নামে অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৮১১ স্টল থেকে বইটি পাওয়া যাবে।

বইটিতে মূলত হুমায়ুন ফরিদীর বিদগ্ধ জীবন, দুর্লভ ডায়েরি ও কবিতার সন্নিবেশ হয়েছে।

বইটির ফ্ল্যাপে লেখা রয়েছে, হুমায়ুন ফরিদী মহাকালের এক আশ্চর্য জ্যোতিষ্ক। উত্তাল কৈশোরেই তার ঘাড় মটকে খেয়েছে অভিনয়ের ভূত। একদিকে যাত্রাপালায় অভিনয়, অন্যদিকে সিনেমাহলে শেষ শো দেখে বাড়ি ফেরা।

এর মধ্যে প্রেম, সংসার, পেশাদারি থিয়েটারে নাম লেখানো। অতঃপর টেলিভিশন হয়ে রুপালি পর্দার একচ্ছত্র অধিপতি। প্রেম, সংসার কিছুই হলো না ঠিক করে। কিন্তু রয়ে গেল তার অবিসংবাদিত অভিনয় সত্তার বিচ্ছুরণ।

বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। তবে বইমেলার পাঠক ২৫ শতাংশ ছাড়ে কিনতে পারবেন।

‘মহাপ্রলয়ের নটরাজ’ লিখেছেন সাজ্জাদ হুসাইন। ঋদ্ধজনের আশ্চর্য জীবনের পরিভ্রমণ নিয়ে লিখতে সিদ্ধহস্ত তিনি। শুরুটা হয়েছিল তার ‘অঞ্জনযাত্রা’র মাধ্যমে। এরপর একে একে রচনা করে গেছেন ‘কবীরা’, ‘মহীনের ঘোড়াগুলির গান’, ‘সৌমিত্রাক্ষর’, ‘পথিকার’, ‘অনিন্দ্যকাল’, ‘মাধবীর জন্যে’, ‘বিস্ময়ে ববিতা’ কিংবা ‘পূর্ণচন্দ্রধাম’।

/এএম

Exit mobile version