Site icon Jamuna Television

স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস

স্থায়ী যুদ্ধবিরতি হলে সব জিম্মিকে একসাথে মুক্তি দিতে রাজি হামাস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি।

এক বিবৃতিতে তারা জানায়, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে জিম্মিদের ধাপে ধাপে মুক্তি না দিয়ে সবাইকে একসাথে ইসরায়েলের হাতে তুলে দেবে হামাস। বিনিময়ে গাজা থেকে স্থায়ীভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। ইসরায়েলি কারাগারে বন্দি সব ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার শর্তও দেয়া হয়।

তবে, হামাসের এই প্রস্তাবে ইসরায়েলি কর্তৃপক্ষ রাজি হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। ইসরায়েলি ডানপন্থি নেতারা যুদ্ধ বন্ধের পক্ষে নন।

এছাড়াও পুরোপুরিভাবে হামাস নির্মূলের যে অঙ্গীকার বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন, তা থেকে এতো সহজে তার সরে আসার সম্ভাবনা নেই বলেই মত বিশ্লেষকদের।

/এমএইচ

Exit mobile version