Site icon Jamuna Television

সংলাপে গিয়ে রোড ব্লক করার প্রস্তাব দিয়েছে বিএনপি: ইনু

নির্বাচন কমিশনের সাথে সংলাপে গিয়ে নির্বাচনী রোড ব্লক করার প্রস্তাব দিয়েছে বিএনপি- এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন, বিএনপির অধিকাংশ প্রস্তাব বাস্তবায়নের এখতিয়ার ইসির নেই।

মঙ্গলবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।

ইনু বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার যে প্রস্তাব বিএনপি দিয়েছে তা সংবিধান পরিপন্হী। দলটি দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন ইনু। জিয়াউর রহমানকে নিয়ে সিইসি’র সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সাংবিধানিক পদে থেকে রাজনীতি ও ইতিহাস চর্চা করা উচিত না। জিয়াউর রহমান গণতন্ত্র নয়, সামরিকতন্ত্রের প্রবক্তা বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version