Site icon Jamuna Television

চ্যাম্পিয়নস ট্রফি: সঞ্জয় বাঙ্গারের ভারতীয় একাদশে জায়গা পেলেন যারা

পর্দা উঠেছে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। হাইব্রিড মডেলের আসরে পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতেও গড়াবে এবারের টুর্নামেন্ট। ভারত নিজেদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইতে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে মেন ইন ব্লু’রা। এই ম্যাচসহ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সেরা একাদশ কেমন হতে পারে, তার আভাস দিলেন ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।

দেশটির একটি ক্রীড়াভিত্তিক গণমাধ্যমে সঞ্জয় জানিয়েছেন নিজের পছন্দের একাদশ। যেখানে ৫জন স্পেশালিস্ট ব্যাটারের সঙ্গে আছেন তিনজন অলরাউন্ডার, একজন স্পেশালিস্ট স্পিনার ও দুই পেসার।

দুবাইয়ের উইকেট বরাবরই পেসারদের জন্য সহায়ক। বাঙ্গারের একাদশ অনুযায়ী অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করবেন শুবমান গিল। তিনে ভিরাট কোহলি। চার নম্বরে শ্রেয়াস আইয়ার এবং পাঁচ নম্বরে শেষ স্পেশালিস্ট ব্যাটার হিসেবে নামবেন লোকেশ রাহুল। ঋষভ পান্তের পরিবর্তে উইকেটকিপার ব্যাটার হিসেবে রাহুলকেই পছন্দ বাঙ্গারের।

দলের ৬ নম্বর পজিশনে বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াতেই আস্থা সাবেক এই ব্যাটিং কোচের। এরপর ব্যাট হাতে নামবেন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বাঙ্গারের একাদশে জায়গা হয়নি সবশেষ ইংল্যান্ড সিরিজে বাজিমাত করা স্পিনার বরুণ চক্রবর্তীর। বিকল্প হিসেবে কুলদীপ ইয়াদভ আছেন একাদশে।

এদিকে, সঞ্জয় তার একাদশে রেখেছেন মাত্র দুই পেসার। সেরা অস্ত্র জাসপ্রীত বুমরাহ নেই, নতুন মুখ হর্ষিত রানাতেও নেই ভরসা। তাই পেস ইউনিটে মোহাম্মদ শামির সঙ্গে আর্শদ্বীপ সিংয়েই আস্থা তার। এখন দেখার অপেক্ষা, শেষ পর্যন্ত কোচ গৌতম গম্ভীর কতটা ভরসা রাখেন সঞ্জয় বাঙ্গারের একাদশে।

/এমএইচআর

Exit mobile version