কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক করার ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আরেক ম্যাচে জুভেন্টাস হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে ডাচ ক্লাব পিএসভি। ব্রেস্তকে ৭-০ গোলে বিদ্ধস্ত করেছে পিএসজি। আর ড্র করেও শেষ ষোলতে বরুশিয়া ডর্টমুন্ড।
সান্টিয়াগো বার্নাবুতে প্রথম লেগের এক গোলের লিড নিয়ে সিটিকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। ৪ মিনিটে ডিফেন্ডার রাউল আসেন্সিয়োর লম্বা পাসে থেকে বল পাবার পর, সিটির দুই ডিফেন্ডারকে পরাস্থ করে, বুদ্ধিদিপ্ত লব শটে রিয়ালকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৩৩ মিনিটে দ্বিতীয় গোল পায় লস ব্লাঙ্কোসরা। এবার রদ্রিগোল দারুন শট পাস থেকে গোল করেন এমবাপ্পে। ৬১ মিনিটে হ্যাটট্রিক পূর্ন করেন কিলিয়ান। ম্যাচের ইনজুরি সময়ে সিটি এক গোল শোধ দিলেও, দুই লেগ মিলে ৬-৩ গোলের লিডে শেষ ষোলতে পৌঁছায় রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোতে রিয়ালের প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন কিংবা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। শুক্রবার হবে ড্র।
২-১ গোলে প্রথম লেগ জেতা জুভেন্টাস ফিরতি লেগে অঘটনের শিকার। পিএসভি আইন্দহোভেনের মাঠে ৩-১ গোলে হেরেছে তারা। আর পিএসজি গোলবন্যায় ভাসিয়েছে ব্রেস্টকে। ৭-০ গোলে দ্বিতীয় লেগ জিতেছে ফরাসি জায়ান্টরা। দুই লেগে ১০-০ গোলের অগ্রগামিতায় তারা শেষ ষোলোতে। পরের ধাপে প্রতিপক্ষ লিভারপুল কিংবা বার্সেলোনা।
এদিকে বরুসিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে স্পোর্তিং সিপির সঙ্গে গোলশূন্য ড্র করেছে। তবে প্রথম লেগ ৩-০ গোলে জেতায় দ্বিতীয় লেগের ফল জার্মানদের শেষ ষোলোতে ওঠা আটকাতে পারেনি। পরের পর্বে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা কিংবা লিল।
/এসআইএন
Leave a reply