Site icon Jamuna Television

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের মামলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মামলায় ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এ মামলা করেন একজন নিরাপত্তা পরিদর্শক।

এদিকে, ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ ৬ দফা দাবি পূরণ না হওয়ায় আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে বিক্ষোভ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা।

এর আগে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার, দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠে কুয়েট। আহত হন অর্ধশতাধিক। এজন্য, ছাত্রদলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে, ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে।

/এসআইএন

Exit mobile version