Site icon Jamuna Television

তুষারঝড়ে বিপর্যস্থ যুক্তরাষ্ট্র

তুষারঝড়ে বিপর্যস্থ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা, টেনিসি, ভার্জিনিয়াসহ বিভিন্ন এলাকা। স্থানীয় সময় রোববার থেকে শুরু হওয়া এ ঝড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে এক জনের।

গণমাধ্যম বলছে, তুষারঝড়ের কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সড়ক গুলোতে জমে আছে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষার। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে রাজ্যের আড়াই লাখের বেশি পরিবার।

এছাড়া নর্থ ক্যারোলাইনায় বন্ধ ঘোষণা করা হয়েছে বিমান উঠা নামা। রাজ্য জুড়ে জারি করা হয়েছে জরুরী অবস্থা। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, টেক্সাস উপকূলে সৃষ্ট নিম্নচাপের কারণেই তুষার ঝড়। যা অব্যহত থাকতে পারে আরও কয়েক দিন।

Exit mobile version