Site icon Jamuna Television

বইমেলায় জুয়েইরিযাহ মউর ‘খুলিতে হাসপাতাল’

অমর একুশে বইমেলা ২০২৫-এ এসেছে কবি জুয়েইরিযাহ মউর কবিতার বই ‘খুলিতে হাসপাতাল’। বইটি প্রকাশিত হয়েছে চৈতন্য প্রকাশনী থেকে।

‘খুলিতে হাসপাতাল’ বইটি মূলত কবিতার সিরিজ। এ প্রসঙ্গে মউ বলেন, ২০১৬ থেকে ২০২৪-এর শুরুর দিকে লেখা বাছাইকৃত কবিতা এখানে স্থান পেয়েছে। বইটিতে আমার নারীজীবনের স্পেসিফিক অনুভূতি বা নারীসত্তা, রাজনীতি, বন্ধুত্ব আর প্রেম গুরুত্ব পেয়েছে।

নামটা কেন ‘খুলিতে হাসপাতাল’, এমন প্রশ্নে তিনি বলেন, ২০১৬তে একটা ঝড় আমাকে আচ্ছন্ন করে রাখে। মন কিছুটা বিক্ষিপ্ত, বিষণ্ণ। প্রতিটা কবিতা লেখার পরে মনে হচ্ছিলো, নির্ভার হচ্ছি। নিরাময় ঘটছে আমার। সহসা মনে হলো– এই নিরাময় মগজে ঘটছে, সেখানে একটা সুপ্ত হাসপাতাল আছে নিশ্চয়। সেই থেকে ‘খুলিতে হাসপাতাল’।

বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৭-৬০৮ স্টল থেকে পাওয়া যাবে বইটি।

/এএম

Exit mobile version