যুক্তরাষ্ট্র থেকে বাবা-মাকে বহিষ্কার করার আতঙ্কে টেক্সাসে ১১ বছর বয়সী এক মেয়ে আত্মহত্যা করেছে। মূলত, কিশোরীর সহপাঠীরা তাকে ভয় দেখাচ্ছিলো যে তার পরিবারকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হবে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মেয়েটি কয়েক সপ্তাহ ধরে সহপাঠীদের মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
জোসেলিন রোমো কারাঞ্জা নামের মেয়েটি গত ৩ ফেব্রুয়ারি নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিনই তাকে ডালাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ৮ ফেব্রুয়ারি সে মারা যায়।
মেয়েটির মা মারবেলা কারাঞ্জা জানান, গেইন্সভিল ইন্টারমিডিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির সহপাঠীরা জোসেলিনকে নিয়মিত হুমকি দিত। তারা জোসেলিনকে ভয় দেখাত এই বলে যে, তারা অভিবাসন কর্তৃপক্ষকে ডেকে তার পরিবারকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবে।
/এআই
Leave a reply