Site icon Jamuna Television

ভাষাসৈনিকদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমুদ্র

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব পথ যেনো মিশে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে জনসমুদ্রের মতো শহীদ মিনারে ছুঁটছেন মানুষ। কণ্ঠে ভাইহারা গান, হাতে শ্রদ্ধার ফুল।

এদিন প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শামিল হয়েছেন নানা শ্রেণি পেশার মানুষ। ছোট ছোট শিশুরাও আসছে বাবা-মায়ের হাত ধরে।

ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে জানাচ্ছেন সকলে। সবার কণ্ঠে ছিলো ভাষা নিয়ে নানা আবেগ। সবার প্রত্যাশা, বৈষম্যহীন দেশ বিনির্মাণে একুশ হোক প্রেরণা। প্রতিষ্ঠিত হোক মানুষের সকল মৌলিক অধিকার।

একইসঙ্গে শুদ্ধ বাংলা ভাষা প্রচলন ও চর্চার তাগিদ দেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে পলাশী মোড় দিয়ে প্রবেশ করছেন সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে তাদেরকে বের হতে হচ্ছে চাঁনখারপুল ও কার্জন হল এলাকা দিয়ে।

/এমএইচ

Exit mobile version