
ইসরায়েলে তিনটি বাস বিস্ফোরণের পর এবার পশ্চিম তীরে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টায় তেল আবিবের বাত ইয়াম এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া আরও দু’টি বাস থেকে অবিস্ফোরিত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পর ইসরায়েলের সব বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দেন দেশটির পরিবহনমন্ত্রী। ঝুঁকিমুক্ত নিশ্চিত হওয়ার পরই পুনরায় চলালের অনুমতি দেন। প্রাথমিকভাবে একে ‘সন্ত্রাসী হামলা’ বলে মনে করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
এদিকে বাস বিস্ফোরণের পর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। কিছু কিছু এলাকায় বন্ধ করে দেয়া হয়েছে প্রবেশ। এসব এলাকা ও শরণার্থী শিবিরে সন্ত্রাসবাদী কার্যক্রম বেড়েছে বলে অভিযোগ ইসরায়েলি বাহিনীর।
জঙ্গি নির্মূলের নামে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় প্রায়শই এমন সাঁড়াশি অভিযান ও ধরপাকড় চলে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই এর মাত্রা আরও বেড়েছে। গাজায় ইসরায়েলি অভিযান বন্ধের পর পশ্চিম তীরে পুরোদস্তুর আগ্রাসন চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন।
/এমএইচ
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply