Site icon Jamuna Television

খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ

খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্ট বিভক্ত আদেশ দিয়েছেন। খালেদা জিয়ার তিন আসনে মনোনয়ন বাতিলে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার আদালত এই বিভক্ত আদেশ দিয়েছেন।

এর আগে গতকাল ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত রিটের শুনানি শেষ হয়। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও ইকবাল কবিরের বেঞ্চ আজ আদেশের দিন ধার্য করেছিলেন।

খালেদা জিয়া বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নগুলো বাতিল করে দেন। পরে নির্বাচন কমিশনে খালেদা জিয়া আপীল করেন। আপীলে পাঁচ সদস্যের মধ্যে চার নির্বাচন কমিশনার বাতিলের পক্ষে রায় দেন একজন বিপক্ষে। পরে প্রার্থিতা বাতিল করায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে রিট দায়ের করা হয়।

Exit mobile version