Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে বড় কোন ক্ষতির মুখে পড়তে হয়নি তাকে। খবর, টাইমস অব ইন্ডিয়া’র।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির দাদপুরে ঘটে এ দুর্ঘটনা।

বর্ধমানের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন সৌরভ। সেখানে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানেও অংশ নেয়ার কথা ছিল তার।

এই অস্বস্তিকর ঘটনার পরও গাঙ্গুলি সম্পূর্ণ স্বাভাবিক থেকে তার কর্মসূচি চালিয়ে যান। বর্ধমানের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ বলেন, আমি এখানে আসতে পেরে উচ্ছ্বসিত। আমাকে আমন্ত্রণ জানানোয়  খুবই আনন্দিত।

উল্লেখ্য, ১৯৯২ সালে দেশের জার্সিতে অভিষেক হয় সৌরভের। ভারতের অন্যতম সেরা অধিনায়কও বলা হয় তাকে। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বেই ফাইনালে ওঠে মেন ইন ব্লু’রা।

/এমএইচআর

Exit mobile version