Site icon Jamuna Television

দুদিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী

ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজীকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ থানা থেকে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে নেয়া হয়। তবে কাঠগড়ায় তোলা হয়নি সালাহউদ্দিন মিয়াজীকে। পরে তাকে সরাসরি জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়। সেই মামলায় ১৯ ফেব্রুয়ারি তাকে দুদিনের রিমান্ডে নেয় পুলিশ।

/এমএইচ

Exit mobile version