Site icon Jamuna Television

নিরাপত্তা ইস্যুতে স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ নিরাপত্তা ইস্যুতে স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্ট।

আয়োজকরা জানান অংশগ্রহণকারী, দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাই পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবকিছু তৈরি ছিল, কিন্তু ঝুঁকির কথা বিবেচনা করেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।

এছাড়া পবিত্র রমজান মাসকে মাথায় রেখে সহসা আয়োজন করা হচ্ছে না কনসার্ট। আগামী ঈদের পর আয়োজনের পরিকল্পনা আছে আয়োজনের।

/এটিএম

Exit mobile version