Site icon Jamuna Television

কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনার ভাঙচুর

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার চৌদ্দগ্রামে গুনবতী ডিগ্রি কলেজের শহীদ মিনারে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কলেজের শিক্ষক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। পরে রাত ২টার দিকে বিকট শব্দ শুনে কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের গিয়ে ৩টি স্তম্ভের মধ্যে দুইটিকে ভাঙা অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, ফুল দেয়া শেষে চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে সিসিটিভি ক্যামেরা না থাকায় কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না।

/আরএইচ

Exit mobile version