Site icon Jamuna Television

পুরস্কার নিলেন শান্তিতে নোবেলজয়ী নাদিয়া-মুকওয়েগে

শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন এবছরের বিজয়ী, কঙ্গোর ড. ডেনিস মুকওয়েগে এবং ইরাকের নারী অধিকার কর্মী নাদিয়া মুরাদ। সোমবার নরওয়ের অসলোতে আয়োজিত অনুষ্ঠান থেকে পুরস্কার গ্রহণ করেন তারা।

যুদ্ধক্ষেত্রে অস্ত্র হিসেবে নারীদের প্রতি যৌন সহিংসতা বন্ধে কাজ করায়, এ সম্মাননায় ভূষিত হন তারা। নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইজ-অ্যান্ডারসেন বলেন, যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে যৌন সহিংসতা যুদ্ধাপরাধের শামিল। এসব অপতৎপরতা বন্ধে কাজ করায় দুজনের ভূয়সী প্রশংসা করেন তিনি।

নাদিয়া মুরাদ বলেন, ইয়াজিদিসহ অরক্ষিত সব সম্প্রদায়কে রক্ষার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। যা যথাযত পালন করতে হবে সবাইকে। ইরাকে আইএস জঙ্গিদের হাতে বন্দি ছিলেন নাদিয়া মুরাদ। দীর্ঘদিন অমানবিক নির্যাতন ও ধর্ষণের শিকার ইয়াজিদি সম্প্রদায়ের এই নারী, মুক্তির পর থেকেই যৌন সহিংসতা বন্ধে কাজ করছেন। আর কঙ্গোর সংঘাত কবলিত পূর্বাঞ্চলে নারী কল্যাণে কাজ করছেন ড. ডেনিস মুগওয়েগে।

Exit mobile version