Site icon Jamuna Television

রাজধানীর কড়াইল বস্তি এলাকার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কড়াইল বস্তির টিএনটি মন্দির গেট এলাকার ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গা থেকে ধোয়া বের হচ্ছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তবে আগুনের কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এর আগে, রাত সাড়ে আটটার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে সংলগ্ন গ্যারেজ ও স-মিলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ, রাবারের কাচামালের গোডাউন ছিলো। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। ভেতরে অনেক সিলিন্ডার ছিল।

/এএস

Exit mobile version