Site icon Jamuna Television

ঝিনাইদহে ৩ জনকে হত্যার দায় স্বীকার করলো নিষিদ্ধ সংগঠন

ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায় স্বীকার করে বার্তা দিয়েছে চরমপন্থি নিষিদ্ধ সংগঠন জাসদ গণবাহিনী। এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ক্যানেলের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শ্মশান ঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দু’টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানিফ আলী ও তার শ্যালক লিটন হোসেন। অন্যজন কুষ্টিয়া জেলার বাসিন্দা রাইসুল ইসলাম। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

/এটিএম

Exit mobile version