Site icon Jamuna Television

সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে তার জাতীয় মুদ্রা রিয়াল-এর জন্য একটি নতুন প্রতীক চালু করেছে। মূলত, নতুন এই প্রতীকটি স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশটির আর্থিক পরিচয়কে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম নিউ আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আনুষ্ঠানিক অনুমোদনের পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সৌদি কেন্দ্রীয় ব্যাংক (সামা) এই প্রতীক সঞ্চালনের বিষয়ে ঘোষণা দিয়েছে।

নতুন রিয়াল প্রতীকটি সর্বোচ্চ প্রযুক্তিগত মান মেনে তৈরি করা হয়েছে এবং সৌদি আরবের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে, বলে জানিয়েছে দেশটির কেন্দ্রিয় ব্যাংক।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই প্রতীকটি সমস্ত আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে সৌদি রিয়ালকে প্রদর্শন করা সহজ করে তুলবে। এছাড়াও বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থায় রিয়ালের উপস্থিতি জোরদার করবে।

আরবি ক্যালিগ্রাফি দ্বারা অনুপ্রাণিত, প্রতীকটি জাতীয় মুদ্রার নাম “রিয়াল” বহন করে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে এর প্রতিনিধিত্বকে সুবিন্যস্ত করার লক্ষ্যে কাজ করবে বলে আশা করছেন দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা।

/এআই

Exit mobile version