Site icon Jamuna Television

মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

সৌদি আরবের আল-জওফ প্রদেশের কুরাইয়াত শহরের একটি মরুভূমিতে তাঁবুতে পাওয়া গেলো সৌদি দম্পতির মৃতদেহ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে জানা যায়, রাতে মরুভূমিতে শীত থেকে বাঁচতে তাঁবুর ভেতর কয়লা জ্বালিয়েছিলেন ওই দম্পতি। এর থেকে নির্গত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় মৃত্যু হয় তাদের।

নিহত দুজন হলেন কাবলেন আল-শারারি ও তার স্ত্রী। রাজধানী রিয়াদ থেকে প্রায় ৪শ’ কিলোমিটার দূরে সাকাকার পূর্বাঞ্চলে একটি মরুভূমিতে তারা তাঁবু করেন। মূলত, মরুভূমিতে ট্রাফল সংগ্রহ ও রাত্রিযাপন করতে গিয়েছিলেন তারা।

তাঁবুর ভেতরে কয়লা জ্বালানোর কারণে বাতাসে বিপজ্জনক পরিমাণে কার্বন মনোক্সাইড জমে গিয়েছিলো। মূলত, কার্বন মনোক্সাইড গন্ধ ও বর্ণহীন হওয়ায় আক্রান্তরা বিষক্রিয়ার শিকার হলে তা বুঝতে পারেন না ওই দম্পতি।

/এআই

Exit mobile version