Site icon Jamuna Television

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, জটিলতায় পড়লেন ফারাহ খান

ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে বলিউড পরিচালক ও নৃত্য নির্দেশক ফারাহ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গেল ২০ ফেব্রুয়ারি টেলিভিশন রিয়েলিটি শো মাস্টার শেফে তিনি হিন্দুদের হোলি উৎসবকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

জনপ্রিয় এই নৃত্য পরিচালক বলিউড অঙ্গনে বেশ পরিচিত মুখ। সিনেমা জগত ছাড়াও টেলিভিশন জগতেও রয়েছে তার পদচারণা।

অভিযোগটি দায়ের করেছেন বিকাশ ফটক নামে এক ব্যক্তি। তাকে সকলে মূলত হিন্দুস্তানি ভাউ বলেই চেনেন। তার হয়ে এই অভিযোগটি দায়ের করেছেন তার আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ।

অভিযোগপত্রে বলা হয়েছে, ফারাহ খান তার জনপ্রিয় শো’তে হিন্দুদের উৎসব হোলিকে ছাপড়িদের উৎসব বলেছেন। ‘ছাপড়ি’ কথাটি মূলত অসম্মানজনক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ভারতে। অভিযোগে বলা হয়, এই মন্তব্যের মাধ্যমে ফারাহ হিন্দু ধর্মের অনুসারীদের মনে আঘাত দিয়েছেন।

ফারাহ খান বর্তমানে টেলিভিশন শো মাস্টারশেফের বিচারক হিসেবে দায়িত্ব সামাল দিচ্ছেন। তার এই মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার শিকার হচ্ছেন তিনি।

/এটিএম

Exit mobile version