Site icon Jamuna Television

রংপুরে ফুল সংগ্রহে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এখনও গ্রেফতার নেই কেউ

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর:

রংপুরে ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার রথিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার।

জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের এক দিনমজুরের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। রাত আটটার দিকে শিশুটিকে রংপুরের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত জব্দের কথা জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রহুল আমিনের পরিবারের সবাই ঢাকায় থাকেন। গতকাল সকাল সাড়ে ছয়টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্কুলের শহীদ বেদিতে ফুল দেয়ার জন্য ওই ব্যক্তির বাড়িতে ফুল আনতে গিয়েছিল শিশুটি। তখন রুহুল আমিন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনাটি জানায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শহীদ মিনারে ফুল দেয়ার উদ্দেশে এলাকার সার্ভেয়ার রুহুল আমিনের বাড়ির বাগানে ফুল সংগ্রহ করতে যায় এক শিশু শিক্ষার্থী। এসময় তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়।

এ ঘটনায় বাড়ির মালিক সার্ভেয়ার রুহুল আমিনকে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। আসামিকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এমএইচ

Exit mobile version