Site icon Jamuna Television

রাজশাহীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বিএনপি-আ. লীগের সংঘর্ষে নারী নিহত

রাজশাহী করেসপনডেন্ট:

রাজশাহীর দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত জেরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম জানান, আহত ওই নারীকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর নাম ফেরদৌসী আরা (৪৫) বলেও জানানো হয়।

জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল এবং তার ওয়ারিশদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ছুরিকাঘাতে ফেরদৌসী নামের এক নারী নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে মামুন তার লোকজন নিয়ে রিয়াজুলদের জমি দখল করতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিতে গেলে মামুনের লোকজন তাদের উপর হামলা করেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহত হন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে দুর্গাপুর থানা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে একজনকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।

/এমএইচ

Exit mobile version