Site icon Jamuna Television

ইংলিশদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিগ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। চলতি আসরে দু’দলেরই এটি প্রথম ম্যাচ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই রাইভাল। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।

১৯৯৬ বিশ্বকাপ ফাইনালের পর এই ‘ক্লাসিকো’ দিয়েই ২৯ বছর পর আইসিসি ইভেন্টের কোনো ম্যাচ গড়াবে গাদ্দাফি স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশানে, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন

ইংল্যান্ড একাদশ: ফিলিপ সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

উল্লেখ্য, সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বেই বাদ পড়েছিল অস্ট্রেলিয়া। অপরদিকে, পাকিস্তানের কাছে সেমিতে হেরে আসর শেষ করে ইংল্যান্ড।

/এমএইচআর

Exit mobile version