Site icon Jamuna Television

‘বিশেষ শক্তি সরকারকে জ্বালানির দাম বৃদ্ধি করতে বাধ্য করছে’

বিশেষ শক্তি সরকারকে জ্বালানির দাম বৃদ্ধি করতে বাধ্য করছে বলে জানিয়েছে বাংলাদেশ ভোক্তা সমিতি -ক্যাব। সংগঠনটি সংকটকালীন সময়ে মূল্য বৃদ্ধির প্রস্তাবকে অশনিসংকেত হিসাবে দেখছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর অপতৎপরতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সামনের গ্রীষ্মেও লোডশেডিং সমস্যা প্রকট আকার ধারন করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম।

তিনি বলেন, প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা নেই অন্তবর্তী সরকারের। এসময় বিইআরসির সমালোচনা করে বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও বিইআরসির কোন গুনগতমানের পরিবর্তন হয়নি। ক্যাপটিভ বিদ্যুতে ব্যবহার হওয়া গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলেও জানান বক্তারা।

/এমএইচ

Exit mobile version