Site icon Jamuna Television

মন্দির থেকে চুরি করা প্রতিমা ও স্বর্ণ নিয়ে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার

সিনিয়র রিপোর্টার সিরাজগঞ্জ : 

সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গতমাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করেছে থানা পুলিশ। চুরির দায়ে হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বোলগাঁতী গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। গ্রেফতার আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু শেখের ছেলে।

বেলকুচি থানার ওসি মো. জাকেরিয়া হোসেন বলেন, গতমাসে ওই মন্দির থেকে পিতলের প্রতিমা ও স্বর্ণ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। এরপর গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তার সেখান থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এটিএম

Exit mobile version