Site icon Jamuna Television

ভোলায় স্কুল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা করেসপনডেন্ট:

ভোলার শহ‌রের টাউন ক‌মি‌টি বাংলা স্কুলের ভাসানী মঞ্চ থে‌কে এক যুব‌কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ। শ‌নিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ৭টার দি‌কে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুব‌কের নাম ফা‌হিম আহ‌মেদ মুন। তি‌নি ব‌রিশাল সি‌টি ক‌রপোরেশনের ২৪ নম্বর ওয়া‌র্ডের বা‌সিন্দা ও মো. সে‌লি‌ম মিয়ার ছে‌লে। তবে দীর্ঘদিন ধরে তারা ভোলা শহরের কাঁচা বাজার সংলগ্ন এলাকায় এক‌টি বা‌ড়িতে ভাড়া থাকছেন।

নিহতের প‌রিবার ও পু‌লিশ জানায়, শুক্রবার বা‌ড়ি থেকে বের হন মুন। এরপর আর বা‌ড়ি ফিরেনি সে। শ‌নিবার সকা‌লের দি‌কে স্থানীয়রা ভাসানী ম‌ঞ্চে তার ঝুলন্ত মরদেহ দেখ‌তে পে‌য়ে নিহ‌তের প‌রিবার‌ ও পু‌লিশ‌কে খবর দেন। পরে ঘটনাস্থ‌লে পৌঁছে তার মরদেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।

ভোলা ম‌ডেল থানার ও‌সি মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভজ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, বাংলা স্কুলের এক‌টি সি‌সিটি‌ভির ফুটেজে প্রাথ‌মিকভা‌বে নি‌শ্চিত হওয়া গেছে ওই যুবক আত্মহত্যা ক‌রে‌ছে। তবে পু‌রো বিষয়‌টি নিয়ে তদন্ত চলছে।

/এএস

Exit mobile version