Site icon Jamuna Television

দু’দিনেও উদ্ধার হয়নি শিশু হৃদয়

দু’দিন পেরিয়ে গেছে, এখনও উদ্ধার করা যায়নি রাজধানীর মুগদার মাণ্ডা খালে পড়ে যাওয়া ৩ বছরের শিশু হৃদয়কে। মঙ্গলবার দুপুরে, শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কয়েকটি দল হৃদয়কে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশনমাস্টার আলী আজম জানান, খালটিতে প্রচুর ময়লা-আবর্জনা থাকায় শিশুটিকে উদ্ধারে সমস্যা হচ্ছে।

গত রোববার বিকালে ৫টার দিকে রাজধানীর মুগদার মদিনাবাগ সুখনগর খাল বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছিল শিশু হৃদয়। এ সময় পা হড়কে নিচে পড়ে যায় সে। পরিবারের সাথে খালপাড় এলাকায় থাকতো হৃদয়।

Exit mobile version