Site icon Jamuna Television

‘নিরাপত্তা নিশ্চিত না হলে রাজনীতিতে নারীর অগ্রগতি সম্ভব নয়’

নারীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে রাজনীতিতে নারীর অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সংস্কার কমিশনের প্রস্তাবিত নারীর অংশগ্রহণ, ক্ষমতায়ন ও বৈষম্য নিরসন বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নারী নিরাপত্তা ও সুরক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, নারীর প্রতি বৈষম্য নিরসনে সরকারিভাবে কোন উদ্যোগ নেয়া হলে সেটি ফলপ্রসূ হয়। এছাড়াও নারীদের মৌলিক স্বাস্থ্য সুরক্ষা এবং পারিবারিক নির্যাতন বন্ধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

নারীদের সামাজিক সুরক্ষা ভাতা ও সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার দাবিও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version