Site icon Jamuna Television

দিনাজপুরে সেনাবাহিনীর পিকআপ-ইজিবাইক সংঘর্ষ, নিহত ১

দিনাজপুর করেসপনডেন্ট:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সেনাবাহিনী একটি পিকআপের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকের একজন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কেলুনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে সৈয়দপুর থেকে ছেড়ে আসা সেনাবাহিনীর একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে পার্বতীপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তারা আরও জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সেনাবাহিনীর পিকআপে ইট-পাটকেল নিক্ষেপ করে।

/আরএইচ

Exit mobile version